নিজস্ব প্রতিবেদক : সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে এনআরবি গ্লোবাল বিজনেস কনভেশনের লোগো উন্মোচন করা হয়েছে ।
বুধবার দুপুরে সিলেট চেম্বার সভাকক্ষে এ লোগো উন্মোচন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘে সাবেক প্রতিনিধি ড এ কে আব্দুল মোামেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট এনাম আলী ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ।
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের দেশে বিনিয়োগে আগ্রহী করতে সিলেটে ২১ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন। এতে অংশ নেবেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সুইডেন ও কানাডা সহ ১৯টির বেশি দেশে থাকা প্রবাসীরা।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স যৌথভাবে এর আয়োজন করছে।
Leave a Reply