নিজস্ব প্রতিবেদক : সিলেটে সহ সারাদেশে একযোগে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।
সিলেটে এর আয়োজন করেছে, কর অঞ্চল সিলেট। বুধবার সকালে সংসদ সদস্য ইমরান আহমদ এর উদ্বোধন করেন।
মহানগরীর মাছিমপুরে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এই আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা ও প্রবীণ আয়কর উপদেষ্টা সুপ্রিয় চক্রবর্তী রঞ্জু।
আয়কর রিটার্ন জমা দেয়া সহ আয়কর সংক্রান্ত অন্যান্য সেবা নিতে প্রথম দিনেই বিপুল সংখ্যক করদাতা আয়কর মেলায় ভিড় জমান।
Leave a Reply