নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যান্য জেলার মতো সিলেটেও ১ নভেম্বর থেকে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হচ্ছে।
এবার মহানগরীর মাছিমপুরে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এই আয়কর মেলা অনুষ্ঠিত হবে। এর উদ্বোধন করবেন, সিলেট-৪ আসনের সাংসদ ইমরান আহমদ।
এ উপলক্ষে রবিবার দুপুরে আম্বরখানা হাউজিং এস্টেটে কর কমিশনার কার্যালয়ে আহুত সংবাদ সম্মেলনে আয়কর মেলার প্রস্তুতি সহ বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সিলেট কর অঞ্চলের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। এ সময় অন্যান্য পদস্থ কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
কর কমিশনার জানান, কেবল কর আদায় নয়, কর পরিশোধে মানুষকে উদ্বুদ্ধ করতেই আয়কর মেলার আয়োজন করা হয়। এতে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে।
তিনি জানান, আয়কর মেলায় আয়কর রিটার্ন দাখিল সহ কর দাতাদের জন্যে সকল প্রকার সেবা নিশ্চিত থাকবে। চকলেট দিয়ে আপ্যায়ন করা হবে প্রত্যেককে। এছাড়া সেরা করদাতাদেরকে পুরস্কৃত করা হবে।
Leave a Reply