নিজস্ব প্রতিবেদক : সিলেটে জেলা প্রশাসন ও বিসিকের সার্বিক সহযেগিতায় এসএমই ফাউন্ডেশন আয়োজিত সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা ২০১৯ শুরু হয়েছে।
রবিবার সকালে মহানগরীর রিকাবীবাজারে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এর উদ্বোধন করেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রসাশক এম কাজী এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সিলেট রেঞ্জ পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান ও এসএমই ফাউন্ডশনের পরিচালক মিজ মানতাশা আহমেদ।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে পৌঁছে।
Leave a Reply