নিজস্ব প্রতিবেদক : এস এম ই ফাউন্ডেশনের উদ্যোগে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ১০ মার্চ শনিবার থেকে ১৬ মার্চ পর্যন্ত সিলেটে আঞ্চলিক এস এম ই পণ্য মেলা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আহুত সংবাদ সম্মেলনে জানানো হয়, সপ্তাহব্যাপী এই পণ্য মেলা অনুষ্ঠিত হবে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে। এতে অংশ নেবে ৫০টি প্রতিষ্ঠান। এছাড়াও হেল্পডেস্ক, ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, রক্তদান, ক্রেতা-বিক্রেতা সভা কক্ষ ও গণমাধ্যমের জন্যে একটি করে স্টল থাকবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী জানান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যেই এ পণ্য মেলার আয়োজন করা হয়ে থাকে।
সংবাদ সম্মেলনে এস এম ই ফাউন্ডেশনের ব্যবস্থাপক অখিল রঞ্জন তাফাদার ও বিসিক সিলেটের উপ মহাব্যবস্থাপক মহসিন কবির খান উপস্থিত ছিলেন।
Leave a Reply