নিজস্ব প্রতিবেদক : সিলেটে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুব্ধ একদল তরুণ ব্যতিক্রমী আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে।
আর এ আয়ােজনটি ছিল স্বাধীনতার চার দশক স্মরণে নানান রঙের চারশ ফানুস উড়ানো। এতে সন্ধ্যা রাতের আকাশ আলোকোজ্জ্বল হয়ে সবার দৃষ্টি কেড়ে নেয়।
ব্যতিক্রমধর্মী এ আয়োজনটি ছিল বিজয় বাংলা নামের একটি সংগঠনের। বাঙালির গৌরবোজ্জ্বল বিজয়ের দিনে এমন দৃশ্য সবাইকে তাক লাগিয়ে দেয়-উজ্জীবিত করে।
পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সন্ধ্যা ঠিক ৬টায় কাজীরবাজার সেতুর উপর থেকে নানা বয়সের মানুষের হাত থেকে মুক্ত হয়ে ফানুসগুলো যখন আলো ছড়িয়ে আকশের দিকে ছুটতে থাকে তখন উপস্থিত হাজার কয়েক মানুষ উল্লাসে পেটে পড়েন।
পরে আতশবাজিও পোড়ানো হয়।
Leave a Reply