‘জঙ্গি নির্মূল কর, জঙ্গি-সঙ্গী বর্জন ও বিচার কর, দুর্নীতি ও বৈষ্যমের অবসান কর, সুশাসন ও সমাজতন্ত্রের বাংলাদেশ গড়’ এই প্রতিপাদ্য নিয়ে সিলেটে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস সোবহান, জেলা জাসদ সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া চৌধুরী, মহানগর নেতা আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, পিয়াস আহমদ, সোলেমান আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক লাল মোহন দেব, আব্দুল বাছির বাদল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আম্বরীষ দত্ত ও আবুল হাসিব চৌধুরী। পরিচালনায় ছিলেন মহানগর জাসদ সমন্বয়কারী মিশফাক আহমদ চৌধুরী মিশু।
Leave a Reply