নিজস্ব প্রতিবেদক : সিলেটে সকল নদীর পানি কমলেও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ ও বিশ্বনাথ উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির এখন পর্যন্ত অপরিবর্তিত। আর বৃষ্টি না হলে বা পাহাড়ি ঢল না নামলে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।
আগের দুই বন্যায় সিলেট মহানগরীর কাছে সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি; কিন্তু এবার করেছে। তাই পানি ঢুকে পড়েছে মহানগরীর কিছু নিচু এলাকায়। সিলেটের সবচেয়ে বড় মাছের আড়ৎ কাজীরবাজারেও পানি ঢুকে পড়ায় ব্যবসায় ক্ষতি হচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
তবে সুরমা নদীতে পানি কমতে শুরু করেছে।
Leave a Reply