সাংস্কৃতিক প্রতিবেদক : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সিলেট সহ দেশের সকল জেলায় শুক্রবার থেকে দু দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।
সিলেটে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় কবি নজরুল অডিটোরিয়ামে বিকেলে এই সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন, বিভাগীয় কমিশনার ড নাজমানার খানুম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক নুমেরী জামান। বিশেষ অতিথি ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা মালেক, সিলেট রেঞ্জ পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান ও সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির। স্বাগত বক্তব্য রাখেন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত।
Leave a Reply