নিজস্ব প্রতিবেদক : সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বানে সাড়া দিয়ে সিলেটে সংস্কৃতিকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।
প্রায় এক ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে সর্বস্তরের সংস্কৃতিকর্মী অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেটের সহ সভাপতি শামসুল আলম সেলিম, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী ও অন্যরা।
বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতিবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
Leave a Reply