নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের সংবাদপত্রের মালিক, প্রকাশক, সাংবাদিক, কর্মচারী ও শ্রমিক প্রতিনিধিদের সাথে নবম সংবাদপত্র মজুরি বোর্ডের চেয়ারম্যান নিজামুল হক মতবিনিময় করেছেন।
বুধবার বিকেলে সিলেট সার্কিট হাউসে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে
বক্তব্য রাখেন, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি আলমগীর হোসেন খান ও অতিরিক্ত জেলা প্রশাসক আবু শাফায়েত শাহেদুল ইসলাম ।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল ও দৈনিক যুগভেরীর নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা।
Leave a Reply