নিজস্ব প্রতিবেদক : সিলেটের পাবলিক প্রসিকিউটর ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ তিনবার জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগদান করায় সংবর্ধিত হয়েছেন।
সিলেটের আইনজীবী সমন্বয় পরিষদ ও সর্বস্তরের আইনজীবীদের পক্ষ থেকে বুধবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। সভাপতিত্ব করেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
Leave a Reply