সাংস্কৃতিক প্রতিবেদক : ‘আমরাও পারি’ এ প্রতিপাদ্য নিয়ে সিলেটে শ্রেষ্ঠ প্রতিবন্ধী কন্ঠশিল্পী বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী গ্রিন ডিজএ্যাবন্ড ফাউন্ডেশনের উদ্যোগে ও বেঙ্গল এ্যাডভার্টাইজিংয়ের সহযোগিতায় পশ্চিম জিন্দাবাজারে জিডিএফ কার্যালয়ে এর আয়োজন করা হয়। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এবং আবৃত্তি প্রশিক্ষক মোকাদ্দেস বাবুল।
সিলেট বিভাগের ৭২ জন প্রতিবন্ধী ব্যক্তি বাছাই পর্বে অংশগ্রহণ করেন।
Leave a Reply