সিলেটের প্রকৌশলী লেখক মনোজ বিকাশ দেবরায় রচিত দিব্যপুরুষ ড মহানামব্রত ব্রহ্মচারীর বাণীর উপর ‘শ্রী শ্রী গুরুবাণী প্রবন্ধমালা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার মহানগরীর জামতলায় গ্রন্ত্রের মোড়ক উম্মোচন করেন সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী চন্দন কুমার বসাক। অনুষ্ঠানে অতিথি ছিলেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড নারায়ন সাহা। মুখ্য আলোচক ছিলেন হবিগঞ্জের তেলিয়াপাড়া শ্রী চৈতন্য মঠের অধ্যক্ষ শম্ভুনাথানন্দগিরি মহারাজ। বিশেষ অতিথি ছিলেন গৌরবাণী পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট কিশোরী পদ দেব শ্যামল, মেট্রোপলিটন ইউনিভার্সিটির কন্ট্রলার অব এক্জামিনেশন অধ্যাপক নন্দলাল শর্মা, শ্রীজগৎবন্ধু সুন্দর ধামের অধ্যক্ষ বন্ধুপ্রতীম ব্রহ্মচারী ও সনাতন বিদ্যার্থী সংসদের সম্পাদক অভিজিৎ চক্রবর্তী অয়ন। সভাপতিত্ব করেন শ্রীহট্ট মহানাম সেবক সংঘের সভাপতি ডা সত্যরঞ্জন দেব।
Leave a Reply