মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর শাখার উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বন্দরাবাজার থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি মহানগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে কোর্ট পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ।
সংগঠনের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে ও সেক্রেটারি মিয়া মোহাম্মদ রাসেলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা সভাপতি ফখরুল ইসলাম খান, উত্তর জেলা সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, মহানগর সহসাধারণ সম্পাদক কফিলউদ্দিন আলমগীর, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল বাছেত মিলন, অফিস সম্পাদক দিলশাদ মিয়া, শ্রমিক নেতা খছরুজ্জামান, গোলাফুর রহমান, নজরুল ইসলাম, বেলাল আহমদ, রাশেদ আহমদ চৌধুরী, আবদুর সাত্তার মুন্না, আবদুল হাকিম, মোক্তার হোসেন, আক্তার হোসেন, ইদ্রিস আলী, আবু বকর, আকবর হোসেন, কামরুল ইসলাম প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply