মে দিবসে হোটেল-রেস্টুরেন্ট ও অন্যান্য প্রতিষ্ঠান খোলা রাখা প্রসঙ্গে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে রবিবার, ২ জুন (১৯ জ্যৈষ্ঠ) দুপুর সাড়ে ১২টায় চেম্বার সম্মেলন কক্ষে সিলেটের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সিলেট চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ। সভায় পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ বলেন, গত ১ মে সিলেটের কয়েকটি রেস্টুরেন্টে শ্রমিকদের দ্বারা যে হামলা ও ভাংচুর হয়েছে তা নিন্দনীয়। সবাই মহান মে দিবস শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে পালন করবো-কোনও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে নয়।
তারা বলেন, ‘আমরা পরিবহন শ্রমিকরা অনেক সময় বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে পরিবহন ধর্মঘটের ডাক দেই; কিন্তু জরুরি সেবাদানকারী গাড়িগুলো আমরা আটকাই না। ঠিক তেমনিভাবে সিলেট পর্যটন নগরী হিসেবে পর্যটকদের সুবিধার্থে সিলেটের হোটেল-রেস্টুরেন্ট সমূহ ছুটির দিনে খোলা রাখাও একান্ত প্রয়োজন। শ্রমিকরা প্রয়োজনে মে দিবসের ছুটি পর্যায়ক্রমে গ্রহণ করবে অথবা আগ্রহী শ্রমিকগণ আংশিক সময়ের জন্য ছুটি গ্রহণ করে কর্মসূচিতে যোগদান করতে পারবে।’
তারা হামলা-মামলা পরিহার করে আলোচনাক্রমে বিষয়টির সুরাহার আহবান জানান।
সভায় হোটেল-রেস্টুরেন্ট শ্রমিক নেতৃবৃন্দ বলেন, হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকরা বৈষম্যের শিকার হচ্ছেন। তাদেরকে অতিরিক্ত সময় কাজ করানো হয়; কিন্তু কোন ওভারটাইম পারিশ্রমিক প্রদান করা হয় না। দেওয়া হয় না কোন ধরনের নিয়োগপত্র বা আইডি কার্ড। শ্রম আইনে সপ্তাহে একদিন ছুটির বিধান থাকলেও হোটেল-রেস্টুরেন্ট সমূহে কোন ছুটি দেওয়া হয় না। চাকরিচ্যুতির ভয়-ভীতি দেখিয়ে অতিরিক্ত সময় কাজ করানো হয়। কিছু কিছু হোটেল-রেস্টুরেন্টে স্বল্প আকারে ঈদ বোনাস প্রদান করা হলেও বেশিরভাগ হোটেল-রেস্টুরেন্টেই ঈদ বোনাস দেওয়া হয় না।
তারা বলেন, শুধু মে দিবসে খোলা বা বন্ধ রাখা নয়-সবগুলো বিষয়ের আলোচনাক্রমে সমাধান করা হোক।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ বলেন, শ্রমিক ও মালিকদের মধ্যে আন্তরিকতা থাকতে হবে। মালিকের ক্ষতি হলে এর প্রভাব শ্রমিকের উপরেও পড়বে।
তিনি বলেন, হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকরা বেশিরভাগই অস্থায়ী ভিত্তিতে চাকরি করেন ও ঘন ঘন চাকরি পরিবর্তন করেন। তাই সকলকে নিয়োগপত্র ও আইডি কার্ড প্রদান করা সম্ভব হয় না। তবে স্থায়ী স্টাফদের নিয়োগপত্র ও আইডি কার্ড দেওয়া হয়।
তিনি আরও বলেন, বিশ্বের কোনও দেশে হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রেখে মে দিবস পালন করা হয় না। তারওপর সিলেট পর্যটন নগরী হিসেবে ছুটির দিনগুলোতে সিলেটে প্রচুর পর্যটক অবস্থান করেন। ছুটির দিনে হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রাখলে তা পর্যটকদের মারাত্মক অসুবিধায় ফেলবে এবং সিলেটের অর্থনীতির জন্য তা অত্যন্ত ক্ষতিকর হবে।
সভায় শ্রমিকদের দাবি-দাওয়া আদায় ও উদ্ভূত সমস্যাবলী নিরসনের লক্ষ্যে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ, হোটেল-রেস্টুরেন্ট শ্রমিক নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠান মালিকদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মো এমদাদ হোসেন, সহসভাপতি এহতেশামুল হক চৌধুরী, পরিচালক শান্ত দেব, মো রিমাদ আহমদ রুবেল, মো মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, মোহাম্মদ নূরুল ইসলাম, সচিব মো গোলাম আক্তার ফারুক, পরিবহন শ্রমিক নেতা ময়নুল ইসলাম, মো জাকারিয়া, মো আজাদ মিয়া, আব্দুছ ছালাম, আব্দুল গফুর, জুলহাস হোসেন বাদল, মো জুমেল ইসলাম, মো কাওছার আহমদ, হোটেল-রেস্টুরেন্ট শ্রমিক নেতা আজিজুর রহমান আজিজ, মো ছাদেক মিয়া, মো মাজহারুল ইসলাম (শওকত), বেলাল আহমদ, খোকন আহমদ, মো সফিক প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply