নিজস্ব প্রতিবেদক : ‘আমি এবং আমিই করবো ক্যান্সারের বিরুদ্ধে লড়াই’ এই প্রতিপাদ্য নিয়ে সিলেটে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে ওসমানী মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগের উদ্যোগে ক্যাম্পাস থেকে শোভাযাত্রাটি বের হয়ে মেডিকেল রোড প্রদক্ষিণ করে।
পরে কলেজ মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা দেবপদ রায়। অধ্যক্ষ ডা ময়নুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রেডিওথেরাপি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা কামাল উদ্দিন। মুখ্য আলোচক ছিলেন, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালের ইমিডেমিওলজি বিভাগের প্রধান ডা হবিবুল্লাহ তালুকদার রাসকিন।
Leave a Reply