নিজস্ব প্রতিবেদক : ‘সবাই মিলে হাত মিলাই-নিরাপদ খাদ্য নিশ্চিত চাই’-এ প্রতিপাদ্য নিয়ে সিলেটে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ও সিলেট জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির ব্যপস্থাপনায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মনোজ কান্তি দাস চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফাহাদ জুবায়ের, সিলেট মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী, বিশিষ্ট কলামিস্ট আফতাব চৌধুরী ও সিলেট জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ সভাপতি মনিরুজ্জামান মনির।
Leave a Reply