নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ-ভারত সীমান্তে গুলি বর্ষণ ও মাদক চোরাচালান সমস্যার সমাধানে ঐকমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের আঞ্চলিক অধিনায়ক পর্যায়ের ৪ দিনব্যাপী সম্মেলন শেষ হয়েছে।
মঙ্গলবার সিলেট মহানগরীর মেন্দিবাগে একটি অভিজাত হোটেলে এই উচ্চ পর্যায়ের সম্মেলন শুরু হয়। প্রতি ৬ মাস পর পর দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর আঞ্চলিক অধিনায়ক পর্যায়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে।
এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মাশরুর উল্লাহ চৌধুরী। অন্যদিকে ভারতের পক্ষে নেতৃত্বে ছিলেন মেঘালয় ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল পি কে দুবে। এছাড়াও দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তারা যোগ দেন।
সম্মেলনের শেষদিন শুক্রবার বিকেলে সম্মেলনস্থলে আহুত সংবাদ সম্মেলনে জানানো হয়, অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই পক্ষ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে এক মত হয়েছে।
তবে কিছু সমস্যার ব্যাপারে দুই দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে আরো তথ্য-উপাত্ত আদান প্রদানের প্রয়োজন থাকায় আলোচনা হয়নি। পরবর্তী সময়ে সেগুলোর বিষয়ে আলোচনা করা হবে।
Leave a Reply