জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কবি নজরুল অডিটরিয়ামে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু শাফায়েত মোহাম্মদ শাহেদুল ইসলাম। সভাপতিত্ব করেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শিশু একাডেমির সাবেক জেলা সংগঠক মাহবুবুজ্জামান চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি সালমা বাসিত ও আবৃত্তি প্রশিক্ষক নাজমা পারভিন।
Leave a Reply