নিজস্ব প্রতিনিধি : সিলেটে অমর একুশের বইমেলা শুরু হয়েছে। আয়োজন করেছে প্রথম আলো বন্ধু সভা। মঙ্গলবার বিকেলে এর উদ্বোধন করা হয়।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সহযোগিতায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে আয়োজিত এ বইমেলা চলবে ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত তা সবার জন্যে উন্মুক্ত থাকবে।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ড আতফুল হাই শিবলী, কোষাধ্যক্ষ এ এফ মুজতাহিদ, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, কবি এ কে শেরাম, কবি মোস্তাক আহমদ দীন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত বইমেলা পরিদর্শন করেন।
Leave a Reply