নিজস্ব প্রতিবেদক : সিলেটে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে পক্ষকালব্যাপী ভ্যাট রেজিস্ট্রেশন মেলা শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই আয়োজন সবার জন্যে উন্মুক্ত থাকবে।
মহানগরীর মেন্দিবাগে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের সদর দফতরে বুধবার সকালে এই ভ্যাট রেজিস্ট্রেশন মেলার উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট কর অঞ্চলের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি হাছিন আহমদ ও সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়।
ভ্যাট রেজিস্ট্রেশন মেলা ৩১ মে পর্যন্ত চলবে। নতুন ভ্যাট আইন সম্পর্কে মানুষকে সচেতন করতে সিলেট বিভাগের অন্য তিন জেলা এবং সকল উপজেলায়ও এ ধরনের উদ্যোগ নেয়া হবে।
Leave a Reply