নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে দুদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ শুরু হয়েছে।
সোমবার সকালে জেলা স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এই মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন।
সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমানের সভাপতিত্বে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআইর যুগ্ম প্রকল্প পরিচালক নাহিদ সুলতানা মল্লিক, অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন।
স্থানীয় পর্যায়ে জনসাধারণকে ডিজিটাল বাংলাদেশের সুফল পৌঁছে দেওয়া এবং বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল শিক্ষার্থীদেরকে তথ্য প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিজিটাল উদ্ভাবনী মেলা চলছে।
মঙ্গলবার বিকেল ৫টায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ হবে।
Leave a Reply