সিলেটে সেন্টার ফর ইমপ্রুভমেন্ট অব প্রেস-সিআইপির প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু হয়েছে।
শুক্রবার সকালে মহানগরীর জিন্দাববাজারে ব্লু ওয়াটার শপিং সিটির নবমতলায় ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা কার্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। এতে সাংবাদিকতায় আগ্রহী সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের প্রায় ২৪ জন অংশ নিচ্ছেন।
প্রথমদিন প্রশিক্ষণ দেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক ও সিআইপির পরিচালক আল আজাদ। প্রতি শুক্রবার ও শনিবার (মোট ছয়দিন) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিকরা প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রত্যেককে সনদপত্র দেয়া হবে।
Leave a Reply