নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের কমিশনার মো মশিউর রহমান এনডিসি, সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন এবং সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার প্রতিষ্ঠাকালীন সভাপতি আল আজাদের করোনা ভ্যাকসিন গ্রহণের মধ্য দিয়ে সিলেটে টিকাদান কার্যক্রম শুরু হলো।
রবিবার সকাল সাড়ে ১০টায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১ নম্বর বুথে মো মশিউর রহমান এনডিসি, ১০ নম্বর বুথে তৌফিক বক্স লিপন ও ৫ নম্বর বুথে আল আজাদ টিকা গ্রহণ করেন।
বিভাগীয় কমিশনারের পর সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামও ১১ নম্বর বুথে টিকা নেন।
টিকাদান কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার, উপ পরিচালক ডা হিমাংশু লাল রায়, আওয়ামী লীগের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিভিল সার্জন ডা প্রেমানন্দ মণ্ডল ও সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা জাহিদুল ইসলাম।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ছাড়াও পুলিশ হাসপাতালে করোনা টিকা প্রদান করা হয়।
এর আগে ভার্চুয়াল বক্তব্যের মাধ্যমে সিলেটে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন, পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন।
এদিকে টিকা গ্রহণের পর সবাই স্বাভাবিক আছেন বলে জানা গেছে।
Leave a Reply