ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেটে ২৫শে অক্টোবর থেকে জেলা প্রশাসক আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে। এতে ১৩টি উপজেলা ফুটবল দল অংশ নেবে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা ক্রীড়া সংস্থা-ডিএসএর সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম এ কথা জানান। এ সময় জেলা প্রশাসক মো জয়নাল আবেদীন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএসএ সাধারণ সম্পাদক জানান, সিলেট জেলা স্টেডিয়ামে ২রা নভেম্বর পর্যন্ত গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে। এরপর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত যথাক্রমে ৪ ও ৫ই নভেম্বর। ফাইনাল ৭ই নভেম্বর। প্রতিটি খেলা শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, টুর্নামেন্ট সকলের জন্য উন্মুক্ত থাকবে। তৃণমূল থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করা হচ্ছে।
টুর্নামেন্টের আয়োজক জেলা ক্রীড়া সংস্থা। পৃষ্ঠপোষকতা করছে প্রাণ আরএফএল গ্রুপ।
Leave a Reply