সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে শুভ বুদ্ধ পূর্ণিমা ২০২২ ও ২৫৬৬ বুদ্ধবর্ষ উপলক্ষে দুইদিনের অনুষ্ঠানমালার প্রথম দিন শনিবার বিকেলে বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগরীর ক্বিনব্রিজ সংলগ্ন আলী আমজদের ঘড়ির সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে কোর্ট পয়েন্ট, জনতার কামরান চত্বর ও জিন্দবাজার হয়ে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ হয়।
সিলেট জেলা পুলিশের বাদক দল শান্তি শোভাযাত্রাকে আকর্ষণীয় করে তুলে।
শান্তি শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, বুদ্ধের অহিংস নীতিই সমাজ, দেশ ও জাতির জন্যে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনতে পারে ।
পরে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের আহবায়ক লিটন বড়ুয়া, যুগ্মআহবায়ক অংশু মারমা ও সচিব সেবু বড়ুয়া সবাইকে রবিবার দিনব্যাপী অনুষ্ঠানমালায় সিলেট বৌদ্ধ বিহারে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানান।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply