নিজস্ব প্রতিবেদক : সিলেটে জেলা প্রশাসনের উদ্যোগে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা শুরু হয়েছে।
জাতীয় সংগীত চর্চাকে অনুপাণিত করার লক্ষ্যে শুক্রবার সকালে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবজিৎ সিনহা ও অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাফায়াত মোহাম্মদ শাহেদুল ইসলাম।
প্রতিযোগিতায় বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।
Leave a Reply