সিলেট মহানগরী ও আশেপাশের এলাকায় খুন, সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের মতো অপরাধে জড়িত এবং বিস্ফোরক আইনের মামলা সহ একাধিক মামলার আসামি মোহাম্মদ মাহবুবকে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাব ৯ গ্রেফতার করেছে।
শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে র্যাব ৯, সদর কোম্পানি, সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল এসএমপির কোতয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে শেখঘাটে তাহমিনা স্টোরের সামনে থেকে তাকে গ্রেফতার করে।
মোহাম্মদ মাহবুবের বাসার ঠিকানা শেখঘাট শুভেচ্ছা ৮১। বাবা মৃত হাজী হায়াত উল্লাহ। তার বিরুদ্ধে এসএমপির বিভিন্ন থানায় কমপক্ষে ২১টি মামলা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মামলা বিচারাধীন। এর আগেও আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে। তবে তিনি জামিনে মুক্তি পান।
Leave a Reply