র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানা এলাকা থেকে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করেছে।
বুধবার বিকেল ৫টার দিকে র্যাব-৯ স্পেশালাইজড কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো সামিউল আলমের নেতৃত্বে একটি আভিযানিক দল খাসদবীর এলাকা থেকে মো আল আমিন নামের এই আসামিকে গ্রেফতার করে।
মো আল আমিন সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী গ্রামের আব্দুল হকের ছেলে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে।
পরে তাকে বিমান বন্দর থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply