নিজস্ব প্রতিবেদক : সিলেটে এক শিশু ও এক নারীকে রড দিয়ে পিটিয়ে আহত করার অপরাধে ১৩ ঘণ্টার মধ্যে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
এ বছরের ২১ এপ্রিল মহানগরীর চালিবন্দর এলাকায় ভৈরব মন্দিরে হামলার মামলায় খলিলুর রহমান নামের এই আসামির ৫ বছরের সাজা হয়েছিল। পরে সে জামিনে মুক্তি লাভ করে।
পুলিশ জানায়, খলিলুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চালিবন্দর এলাকায় ভৈরব মন্দিরে হামলার প্রতিবাদকারী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা অতীন্দ্র দেবের বাসায় গিয়ে তাকে না পেয়ে প্রতিবেশী কাজলী কর ও আড়াই বছরের শিশু প্রিয়া দাশকে আঘাত করে পালিয়ে যায়। আহতরা ওসমানীকে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে অতীন্দ্র দেব সিলেট কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করলে তা দ্রুত বিচার আইনে আমলে নিয়ে পলাতক আসামিকে ধরতে জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার সাদেক কাউসার দস্তগীর, কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল হোসেন ও সোবহানিঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কমরুদ্দিন ও এসআই মনিরুজ্জামান সহ কয়েকজন পুলিশ সদস্যের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়।
এই টিম ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এক পর্যায়ে রাত ৩টায় ফেঞ্চুগঞ্জ সার কারখানার পাশে থেকে খলিলুর রহমানের বড় ভাই মানিক মিয়াকে খুঁজে বের করা হয়। পুলিশ তার নিকট থেকে আসামির অবস্থান সম্পর্কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে।
পরে শুক্রবার সকাল সাড়ে ৭টায় পুলিশ দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর থেকে খলিলুর রহমানকে গ্রেফতার করে।
Leave a Reply