বাংলাদেশ শিশু একাডেমি সিলেটের উদ্যোগে তিন দিনব্যাপী বর্ষবরণ ও শিশু আনন্দমেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মহানগরীর কবি নজরুল অডিটোরিয়ামেন বর্ষবরণ ও শিশু আনন্দমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষযক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্ত্তী জুয়েল। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী। উপস্থাপনায় ছিলেন আবৃত্তি প্রশিক্ষক নাজমা পারভীন।
Leave a Reply