নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ শিশু একাডেমি সিলেট শাখার তিন দিনব্যাপী বর্ষবরণ ও শিশু আনন্দমেলা শুরু হয়েছে।
সিলেট বিভাগের কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী সোমবার বিকেলে কবি নজরুল অডিটোরিয়ামে এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম। এছাড়াও বক্তব্য রাখেন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম। স্বাগত বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা। পরিচালনায় ছিলেন, নাজমা পারভীন।
প্রথমদিনের কর্মসূচিতে ছিল, শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন সংগঠন অংশ নেয়।
Leave a Reply