নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য হিসাবে ইউনেস্কোর স্বীকৃতি প্রদান উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে শিশুদের ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মহানগরীর রিকাবীবাজারে শিশু একাডেমি কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১৪৭ জন শিশু অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার। শিশু একাডেমির জেলা সংগঠক সাইদুর রহমান ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আরিফুর রহমান, কবি তুষার কর, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু ও অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী। শিশুদের পক্ষে বক্তব্য রাখে, ফাইজা মেহজাবিন। পরিচালনায় ছিল, শিশু মাইশা।
Leave a Reply