বাংলাদেশ গ্রাম থিয়েটার সিলেট বিভাগের উদ্যোগে ও গ্রাম থিয়েটার এম এ জি ওসমানী অঞ্চলের সহযোগিতায় করোনা দুঃসময়ে শিল্পী, সংস্কৃতিসেবী ও অন্যান্য পেশার মানুষকে খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে।
১০০ পরিবারকে ১০০০ কেজি চাল দেওয়া কর্মসূচির প্রথম পর্বে রবিবার মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়াম মুক্তপ্রাঙ্গণে ১০ কেজি করে ৫০০ কেজি চাল বিতরণ করা হয়।
কর্মসূচিতে সম্মানিত অতিথি ছিলেন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু। ৫০টি পরিবারের হাতে খাদ্যসহায়তা তুলে দেন, বাংলাদেশ গ্রাম থিয়েটার সিলেট বিভাগের সমন্বয়ক রজত কান্তি গুপ্ত ও এম এ জি ওসমানী অঞ্চলের সমন্বয়ক সৈয়দ সাইমূম আনজুম ইভান।
এ সময় বক্তারা বলেন, করোনা মহামারির এ দুঃসময়ে বাংলাদেশ গ্রাম থিয়েটারের খাদ্যসহায়তা শিল্পী ও সহযোদ্ধাদের পাশে দাঁড়াবার চেষ্টা। সকলে এভাবে এগিয়ে এলে দুঃসময় কেটে যাবে।
তারা করোনাকে জয় করে নতুন পৃথিবীর জন্য সরকারের স্বাস্থবিধি মেনে সবাইকে মাস্ক পরার আহ্বান জানান।
এ সময় বাংলাদেশ গ্রামথিয়েটার সদস্য সংগঠন প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, নবশিখা নাট্যদলের তন্ম্য়নাথ তনু, মৃত্তিকায় মহাকালের সমন্বয়ক মারুফ আহমেদ মুন্না, সদস্য রাজকুমার দে জয়, থিয়েটার বাংলার মো তাজুদ মিয়া কামালী, মুর্শেদ তালুকদার নির্ঝর, সমির দাশ, থিয়েটার একদল ফিনিক্সের সভাপতি আবুবকর আল আমিন, আবুল হাসনাত স্বপন প্রমুখ।
কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে আরো ৫০০ কেজি চাল ৫০টি পরিবারের হাতে তুলে দেওয়া হবে।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply