নিজস্ব প্রতিবেদক : ’মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে সংস্কৃতি’ এই প্রতিপাদ্যকে ধারণ করে জেলা শিল্পকলা একাডেমি সিলেট আয়োজিত সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব আজ শুক্রবার, ১৩ জানুয়ারি শেষ হচ্ছে।
উৎসবের ৬ষ্ঠ দিন বৃহস্পতিবারে বিকেলে মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়াম সংলগ্ন মুক্ত প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রথম পর্বে ছিল আলোচনা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক, সাংবাদিক সুমনকুমার দাশ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাজেরা আক্তার, জেলা তথ্য অফিসের উপপরিচালক মো সালাহউদ্দীন ও সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ।
আবৃত্তিশিল্পী আবু বকর আল আমিনের উপস্থাপনায় সাংস্কৃতিক উৎসবে দেশের গান, আধুনিক গান, বাউলগান, লোকগান ও নৃত্য পরিবেশনার মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন জেলা শিল্পকলা একাডেমি নৃত্য শিশু বিভাগ, সারেগামাপা, দীপ্তর্ষী, অংশুমান দত্ত অঞ্জন, বিজন রায়, নন্দিতা দত্ত, বীথি রাণী নাথ, পলা দাশ জুঁই, আশরাফুল ইসলাম অনি, প্রিয়ন্তী মোদক, কুনাল দেব শ্রেষ্ঠ, শ্রুতি ঘোষ, সূর্য্য কর শুভ, খোকন ফকির, ধরণী কান্ত দাস, শচীন চন্দ্র দেব ও অনুসূয়া তালুকদার। শিল্পীদের নান্দনিক পরিবেশনায় মুগ্ধ দর্শকরা মুহুর্মুহু করতালিতে অনুষ্ঠানস্থল মুখরিত করে রাখেন।
আজ সমাপনী দিনে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।
Leave a Reply