সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেট জেলা শিল্পকলা একাডেমির ১৭তম চারুকলা প্রদর্শনী শুরু হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহানগর পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক সুপ্রিয় চক্রবর্তী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মন, জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্ত, তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি শামসুল আলম সেলিম। সভাপতিত্ব করেন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাস গুপ্ত।
পাঁচ দিনব্যাপী এ চারুকলা প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
Leave a Reply