নিজস্ব প্রতিবেদক : সিলেটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষা জাতীয়তকরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি মহানগর শাখার উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান।
আয়োজক সংগঠনের মহানগর সভাপতি আহমদ আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সচিব জিয়াউর রহমান।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব ফরিদুল ইসলাম, সহ সভাপতি ড ইদ্রিস আলী, যুগ্ম সম্পাদক এ এইচ এম ইসরাইল আহমদ, সিলেট জেলা সভাপতি মামুন আহমদ, সচিব শমসের আলী, গোয়াইনঘাট উপজেলা সভাপতি আব্দুল মুমিন, জৈন্তাপুর উপজেলা সভাপতি আব্দুল জলিল, ওসমানীনগর উপজেলা সভাপতি আবুল লেইছ ও সুনামগঞ্জ জেলা সচিব শেখ নজরুল ইসলাম।
Leave a Reply