সিলেটে শারদীয় দুর্গোৎসব নিয়ে জেলা প্রশাসক নুমেরী জামান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয়, জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ সহ সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রামকৃষ্ণ মিশন ও আশ্রমের মহারাজ চন্দ্রনাথানন্দজী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা বিরাজ মধাব চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, জেলা সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন কুমার দে, মহানগর সভাপতি সুব্রত দেব, জেলা সাধারণ সম্পাদক রাহুল ঘোষ ও মহানগর সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
Leave a Reply