নিজস্ব প্রতিবেদক : শনিবার ছিল শারদীয় দুর্গোৎসবের সপ্তমী তিথি। এ দিনে সকাল থেকেই সিলেটের মণ্ডপে মণ্ডপে ভক্ত-দর্শনার্থীরা প্রচণ্ড ভিড় করেন।
পূজারীরা ব্যস্ত সময় কাটান পূজা-অর্চ্চনায়। আর ভক্তরা অঞ্জলি প্রদান ও প্রসাদ সংগ্রহে ছুটে যান এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে। গভীর রাত পর্যন্ত প্রতিটি পূজামণ্ডপ ভক্ত-পূজারীর উপস্থিতিতে সরগরম ছিল। ভক্তিমূলক গানের আসরও বসে।
সিলেট মহানগরীর ৪৫টি পূজামণ্ডপ ঘিরে কয়েকস্তরের নিরাপত্তা ব্যবাস্থা গ্রহণ করা হয়েছে। এই পদক্ষেপে সনাতন ধর্মাবলম্বীরা সন্তোষ প্রকাশ করেছেন।
Leave a Reply