নিজস্ব প্রতিবেদক : সিলেটে ‘শান্তি ও সম্প্রীতিতে নারী’ শীর্ষক বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও ইউএন ওমেনের যৌথ উদ্যোগে মহানগরীর সুবহানীঘাট এলাকায় একটি অভিজাত হোটেলে বুধবার সকালে জেলা সুপারিশ চূড়ান্তকরণে এই বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবি ফাতেমা ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, অ্যাওয়ার্ডের আঞ্চলিক সমন্বয়কারী এ কে আজাদ। আলোচনায় অংশ নেন, এডাবের আঞ্চলিক সমন্বয়কারী বাবুল আখতার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন রায়, ইউএন ওমেনের শান্তি ও নিরাপত্তা প্রোগ্রাম ম্যানেজার সিবন হপস, নারী প্রগতি সংঘের উপ পরিচালক শাহনাজ সুমী, প্রকল্প সমন্বয়কারী আফরিনা বিনতে আশরাফ ও প্রকল্প পরিচালক এলিসন বাড়ৈ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজনীন হোসেন, অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, সিটি কাউন্সিলর জাহানারা খানম মিলন, জেলা পরিষদ সদস্য রওশন জেবীন রুবা ও সংস্কৃতিকর্মী ইন্দ্রানী সেন সম্পা।
Leave a Reply