জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান, বিজিএমইএ ইউনির্ভাসিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির উপাচার্য ড এস এম মাহফুজুর রহমান সিলেট মহানগরীর জনতা ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার ব্যাংকের সিলেট বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ব্যাংকের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে আলোচনা এবং উপস্থিত সকল নির্বাহী ও শাখা ব্যবস্থাপকগণকে লক্ষ্যমাত্রা অর্জনে দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান বলেন, সিলেট প্রবাসী ও পর্যটন সমৃদ্ধ এলাকা। এখানে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের অনেক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স সিলেটের সার্বিক উন্নয়নে সিলেটেই বিনিয়োগের সকল প্রচেষ্টা গ্রহণ করতে হবে। সরকরি মালিকাধীন বৃহত্তর ব্যাংক হিসাবে জনতা ব্যাংককে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সিলেটে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নে জনতা ব্যাংককে অগ্রাধিকারের ভিত্তিতে অংশ নিতে হবে।
মতবিনিময় সভায় জনতা ব্যাংকের বিভাগীয় কার্যালয়, সিলেটের মহাব্যবস্থাপক মো আব্দুল ওয়াদুদও উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ সার্কিট হাউসে সুনামগঞ্জে জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকগণের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিভাগীয় কার্যালয়, সিলেটের মহাব্যবস্থাপক মো আব্দুল ওয়াদুদ, সুনামগঞ্জ এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক আনোয়ার আল রশীদ ও কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক রঞ্জিত লাল সোম।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply