নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যান্য এলাকার মতো সিলেটেও শহিদমিনার পরিষ্কার পরিচ্ছন্নকরণ কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে রবিবার দেশব্যাপী একযোগে এ কর্মসূচি পালন করা হয়।
সিলেটে জেলা শিল্পকলা একাডেমি কেন্দ্রীয় শহিদমিনারে পরিষ্কার পরিচ্ছন্নকরণ কর্মসূচির আয়োজন করে।
এ উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে আলোচনা সভারও আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রেসক্লাব সভাপতি তাপস দাশ পুরকায়স্থ। সভাপতিত্ব করেন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্ত। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট কেন্দ্রীয় শহিদমিনার বাস্তবায়ন পরিষদের সদস্য আল আজাদ ও এনামুল মুনীর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এবং জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক জ্যোতি ভট্টাচার্য। পরিচালনায় ছিলেন, আবু বকর আল আমিন।
Leave a Reply