যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাঙালিদের মধ্যে যারা মহামারি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনায় সিলেট জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে করোনা ভাইরাসে আক্রান্তদেরও দ্রুত সুস্থতার কামনা করে দোয়া করা হয়।
সোমবার বাদ এশা মহানগরীর টিলাগড়ে তার বাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় শফিকুর রহমান চৌধুরী বলেন, করোনা ভাইরাস থেকে দেশবাসীকে রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবধরনের উদ্যোগ নিয়েছেন।
তিনি বলেন, সরকারের উদ্যোগের পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতার বিকল্প নেই।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুক ইবনে আনিস, টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ছমর উদ্দিন মানিক, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ টি এম বদরুল ইসলাম, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তফজ্জুল হোসেন, সদস্য শাহ জামাল আহমদ ও এম এ হান্নান।
Leave a Reply