সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেট জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষঙ্গ মালজোড়া ভিত্তিক লোকনাটক হাদামিয়া মাধামিয়ার পালা মঞ্চস্থ হয়েছে।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মালনীছড়া চা বাগানের নাটমন্দিরে এ মঞ্চায়নের আয়োজন করা হয়। ইতিহাস ভিত্তিক পালাটি লিখেছেন, ভবতোষ রায় বর্মণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক নুমেরী জামান। বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার আরশ আলী, সুপ্রিয় চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত ও চা বাগান ভ্যালির সভাপতি রাজু গোয়ালা। সভাপতিত্ব করেন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত।
Leave a Reply