নিজস্ব প্রতিবেদক : সিলেটে লিডিং ইউনিভার্সিটির মডেল ইউনাইটেড ন্যাশনস এসোসিয়েশেনের উদ্যোগে ছায়া জাতিসংঘ সম্মেলন ‘লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস ২০১৮’ শুরু হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয়, ‘সুন্দর আগামীর জন্য শান্তিপূর্ণ ও সর্বব্যাপী সমাজ প্রতিষ্ঠা’।
বৃহস্পতিবার দুপুরে রিকাবীবাজারে কবি কাজী নজরুল অডিটোরিয়ামে ৪ দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট শিল্পপতি রাগীব আলী। বিশেষ অতিথি ছিলেন, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য ড কামরুজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন, এলিউমুনার উপদেষ্ট তাহরিমা চৌধুরী জান্নাত।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এলিউমুনার অগ্রগতির পেছনের মানুষদেরকে পরিচয় করিয়ে দেয়া হয় স্লাইড শোর মাধ্যমে। পরে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা প্রত্যেক কমিটির পতাকা উড়ানোর মাধ্যমে ৯টি কমিটির পরিচয় করিয়ে দেয়।
এরপর প্লেনারি সেশনের প্রেসিডেন্ট নাফিস ইবনে সোহেল প্লেনারি সেশন পরিচালনা করেন। লিডিং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
মডেল ইউনাইটেড ন্যাশনসে ৮টি দেশের ৩৮০ জন প্রতিনিধি অংশ নেবেন।
Leave a Reply