নিজস্ব প্রতিবেদক : সিলেটে আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে আহলে হাদিস নামধারী লা মাযহাবীদের অপতৎপরতা বন্ধের দাবি জানানো হয়েছে।
এতে বক্তারা আরো বলেছেন, পুণ্যভূমি সিলেটে ইসলামের বিকৃতি কোনভাবেই সহ্য করা হবেনা। এই চক্রকে অতিসত্বর সিলেট থেকে বিতাড়িত করতে হবে।
শুক্রবার বাদ জুমা মহানগরীর কোর্ট পয়েন্টে বাংলাদেশ উলামা পরিষদ এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ উলামা পরিষদের সভাপতি মুফতি আবুল কালাম যাকারিয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা শফিকুল হক আমকুনি, শায়খুল হাদিস মুহিবুল হক গাছবাড়ি, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট আলেমগণ।
Leave a Reply