নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে সিলেটে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল মেজর মো শওকাতুল মোনায়েম, অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা, সহকারী পুলিশ সুপার ওবাইন এবং জাতীয় পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসাইনের নেতৃত্বে মহানগর পুলিশের কোতয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে সরকারি বিধি-বিধান ভঙ্গ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
প্রতিষ্ঠানগুলোর জরিমানার অংক হলো, মেসার্স এফ বি এফ ব্রিক্স ১ লাখ ৭০ হাজার টাকা, মেসার্স চায়না ব্রিক্স ২ লাখ টাকা, মো কয়েস আহমেদ ২ লাখ টাকা, মেসার্স এম এইচ বি ব্রিক্স ২ লাখ টাকা, মেসার্স এ আর ২ লাখ টাকা ও মেসার্স শাহপরান ব্রিক্স ২ লাখ টাকা।
জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
Leave a Reply