র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সিলেটের কোতয়ালি থানা এলাকা থেকে ইয়াবা সহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে ও দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে গাঁজা সহ ৯ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় র্যাব ৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল এএসপি আফজাল হোসেনের নেতৃত্বে সিলেট মহানগরীর কালীঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫টি মোবাইল ও ৫টি সিম কার্ড সহ পেশাদার মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন, রমজান আলী ও আলমগীর হোসেনকে আটক করা হয়।
এছাড়া একই রাত সোয়া ১০টার দিকে র্যাব ৯ সিলেট ক্যাম্পের আরেকটি দল মেজর শওকাতুল মোনায়েমের নেতৃত্বে দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে ভার্থখলা কবর স্থানের পাশে থেকে গাঁজা সহ ৯ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করে।
Leave a Reply