র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যান ৯ সিলেটের মোগলাবাজার থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার গভীর রাতে র্যাব ৯ সিলেট ক্যাম্পের মেজর শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি পিযুষ চন্দ্র দাস সহ একটি আভিযানিক দল নিয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানে এসএমপির মোগলাবাজার থানার শ্রীরামপুর বাইপাস এলাকা থেকে ৯ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ৯ শ ৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অভিযানকালে র্যাব ৯ মাদক ব্যবসায়ী বাবুল আহমেদ ও মোহাম্মদ রিপনকে আটক করে। তবে আরো দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে র্যাব ৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
অভিযানের সময় একটি পিকআপও জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত পিকআপ সহ আটক মাদক ব্যবসায়ীদেরকে মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply